ঘরে বসে অফিস – আমাদের পাতে যুক্ত হওয়া নতুন ব্যঞ্জন। কিন্তু ঘরে বসে অফিসের কাজ শুনতে যতোটা বিলাসিতা মনে হয়, বাস্তবে তা নয়। যখন জুম মিটিং এর মুঠোবার্তা মোবাইলের স্ক্রীনে উঁকি দিচ্ছে, তখন হয়তো বাচ্চার পছন্দের “বেবি শার্ক” বেজে চলেছে মুঠোফোনে। অফিসের দিনলিপি লেগোর টুকরোর নিচে চাপা পড়ে গিয়েছে কখন, মা হয়তো টেরও পাননি। ভিডিও কনফারেন্সের মাঝে কখনও বিশেষ অতিথিরও আগমন ঘটে মায়ের কোলে, যখন খেলনাবাটি নিয়ে খেলতে খেলতে মহাশয় হয়রান হয়ে পড়েন আর কান্না জুড়ে দেন। এই পরিস্থিতি এখন নিত্যদিনের, যা পুরোনো এক বিতর্ককে নতুন করে উসকে দেয় – কর্মজীবী মা বনাম গৃহিণী মা।
Read More